বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কালুখালীতে র‌্যালী ও আলোচনা

ফজলুল হক || ২০২৩-০৬-০১ ০৪:১৫:৪০

image

“তামাক নয় খাদ্য ফলান” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৩১শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

  এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  মেহেরুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য অফিসার খোন্দকার আবু বকর সিদ্দিক, সহকারী প্রোগ্রামার মিলন হোসেন ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত) সুফিয়া পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। 

  এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল ও উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

  আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মেহেরুন্নাহার বলেন, তামাক চাষ বন্ধ না করলে সামাজিক ও পরিবেশগত ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তিনি যে সমস্ত এলাকায় তামাক চাষ হয় তাদেরকে তামাক চাষ বন্ধ করে অন্য ফসল উৎপাদন করার কথা বলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com