বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার আয়োজনে গতকাল ৩১শে মে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ পৌরসভার হলরুমে তামাক বিরোধী সংগঠন ডাস্ বাংলাদেশ, ডাব্লিউ বিবি ট্রাষ্ট, বিএনটিটিপি ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসিরুদ্দিন রনি, মোঃ মুজিবর রহমান খান জুয়েল ও ডাস বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম মজিবুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায়, তামাক দ্রব্যের সুনির্দিষ্ট করারোপ, এমআরপিতে সিগারেট বিক্রয় নিশ্চিত করা, তামাক চাষ নিয়ন্ত্রণ করতে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানানো হয়।
আলোচনা সভা শেষে অবস্থান কর্মসূচী পালন ও একটি র্যালী বের করা হয়। পরে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে তামাক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com