অনলাইনে ক্লাস ঃ দেশের মধ্যে রাজবাড়ী জেলা এখন ১ম স্থানে

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-০৮ ১৪:৩৯:৫০

image

অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে রাজবাড়ী জেলা এখন সারা দেশের মধ্যে ১ম স্থানে উঠে এসেছে। গতকাল ৮ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন(এটুআই) প্রকল্পের শিক্ষক বাতায়ন-এর রিপোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 
  এ ব্যাপারে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খন্দকার মুশফিকুর রহমান বলেন, করোনা ভাইরাস(কোভিড-১৯) এর কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও শিক্ষার স্বাভাবিক পরিস্থিতি হোঁচট খেয়েছে। কিন্তু শিক্ষা একটি জাতির মেরুদন্ড। তাই বিকল্প পন্থায় শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সারা দেশে অনলাইনে ক্লাস নেয়ার কার্যক্রম শুরু হয়। ‘সংসদ টেলিভিশন’ চ্যানেলে অনলাইন ক্লাস সম্প্রচারের পাশাপাশি প্রতিটি জেলায় স্ব-স্ব উদ্যোগে অনলাইনে ক্লাস নেয়ার কার্যক্রম শুরু হয়। রাজবাড়ী জেলা অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও জেলা প্রশাসনের লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে কিছু নিবেদিতপ্রাণ শিক্ষকের প্রচেষ্টায় অনলাইনে ক্লাস নেওয়ার কার্যক্রম শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে রাজবাড়ীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ এই অনলাইন ক্লাস নেয়ার সাথে সম্পৃক্ত হন। 
  অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খন্দকার মুশফিকুর রহমান আরো জানান, জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনায় ‘রাজবাড়ী ক্যাবল নেটওয়ার্ক(আরসিএন) এর একটি চ্যানেলের মাধ্যমে ক্লাসগুলো সম্প্রচারের ব্যবস্থা নেয়া হয়। এরই ধারাবাহিকতায় অনলাইনে ক্লাস নেয়ার ক্ষেত্রে গত জুলাই মাসে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে ৪র্থ এবং গত আগস্ট মাসে ২য় স্থান অর্জন করে। আজকের (গতকাল ৮ই সেপ্টেম্বর) রিপোর্ট অনুযায়ী, রাজবাড়ী জেলা টাঙ্গাইল জেলাকে পিছনে ফেলে প্রথম স্থানে চলে এসেছে। এই অসাধারণ অর্জনের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা আইসিটি অ্যাম্বাসেডর, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, রাজবাড়ী অনলাইন স্কুলের মডারেটর বেলাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদ্যুত কুমার দাসসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com