গোয়ালন্দে কৃষি উন্নয়ন মেলায় প্রদর্শনীতে প্রথম হয়েছে তরুণ উদ্যোক্তা হুমায়ন

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-০২ ০৩:৩৬:৪৬

image

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিনব্যাপী কৃষি উন্নয়ন মেলায় ১১টি স্টলের মধ্যে কৃষি পণ্যের প্রদর্শনীতে প্রথম হয়েছে গত অর্থ বছরের পুরস্কার প্রাপ্ত সেরা কৃষক ও তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ হুমায়ন আহম্মেদ।

  গতকাল ১লা জুন দুপুরে মেলার শেষ দিনে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামানের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

  তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া এলাকার বাসিন্দা।

  এছাড়া এ প্রদর্শনীতে দ্বিতীয় হয়েছে ভার্মি কম্পোষ্ট (কেঁচো সার) এর স্টোল এবং তৃতীয় হয়েছে মধু ও কালোজিরার স্টল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com