পাংশার চরঝিকড়ীতে রহিমা বেগমের ফাতেহা উপলক্ষে দোয়া মাহফিল

মোক্তার হোসেন || ২০২৩-০৬-০২ ০৩:৩৭:০৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী মধ্যপাড়া গ্রামের মরহুম জালাল উদ্দিন মোল্লার স্ত্রী মরহুমা রহিমা বেগমের ফাতেহা উপলক্ষে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১লা জুন সকালে চরঝিকড়ী মধ্যপাড়া গ্রামের মরহুমার নিজ বাড়ী সংলগ্ন দ্বিতল জামে মসজিদ ও মরহুমার বসত বাড়ীতে পবিত্র কোরআন খানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

  জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় চরঝিকড়ী মধ্যপাড়া গ্রামের মোল্লা বাড়ীর দ্বিতল জামে মসজিদে দোয়া মাহফিলে মাওলানা মোঃ আনোয়ার হোসেন, মাওলানা মোঃ আব্দুস শুকুর মোল্লা ও মাওলানা আহম্মদ আলী মোল্লা(লাল মোল্লা) প্রমূখ ধর্মীয় আলোচনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ রবিউল ইসলাম। 

  অনুষ্ঠানে মোঃ গোলাম মোস্তফা(আবু), মোঃ আব্দুল আজিজ, সাদেক আলী মোল্লা, সালেহীন সরদার, রমজান আলী খান, দুলাল মোল্লা, ছকির উদ্দিন মোল্লা, চাঁদ আলী খান, রশিদ প্রামানিক, সলিম শাহ, আলীম উদ্দিন সরদার, সুদন মোল্লা, বারেক প্রামানিক, ফেলু খান, তাহের খান, রিজাউল জোয়ার্দ্দার, আতিন মোল্লা, আমজাদ প্রামানিক, মতিন মোল্লা, নজরুল ইসলাম, আকবর খান, জসিম সরদার, হারেজ মোল্লা, আজাদ মোল্লা, সিরাজ মাস্টারসহ মরহুমার পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন,  গ্রামবাসী লোকজন ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

  মরহুমার কনিষ্ঠপুত্র, বর্তমান সিঙ্গাপুর প্রবাসী মোঃ আনোয়ার হোসেন পরিবারের পক্ষ থেকে তার মরহুম পিতা জালাল উদ্দিন মোল্লা এবং মাতা মরহুমা রহিমা বেগমসহ পরিবারের কবরবাসী স্বজনদের বিদেহী আত্মার মাফিরাতের জন্য দোয়া কামনা করেন।

  উল্লেখ্য, সিঙ্গাপুর প্রবাসী আনোয়ার হোসেন এবং গ্রামে বসবাসরত তার সহোদর ভাই হারেজ মোল্লা, সিরাজ মোল্লা, দিরাজ মোল্লা ও জুরন মোল্লার মাতা রহিমা বেগম (৮০) গত ২৮শে মে সকাল সাড়ে ৮টার সময় নিজ গ্রামের বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com