রাজবাড়ীর মিজানপুরে আগুনে পুড়ে যাওয়া বসত ঘর তৈরী করতে পারছে না দরিদ্র কৃষক জাবেদ

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৬-০২ ০৩:৪৭:৪৩

image

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে যাওয়া বসত ঘর অর্থের অভাবে ২২দিনেও তৈরী করতে পারেননি হতদরিদ্র কৃষক জাবেদ মন্ডল।

  ক্ষতিগ্রস্ত কৃষক জাবেদ মন্ডল জানান, গত ৯ই মে দুপুরে তিনি বাড়ীর সাথে পুকুর চালায় ধানের খড় রৌদে শুকাচ্ছিলেন। এমন সময় বাড়ীর লোকজনের চিৎকার শুনে দৌড়ে এসে দেখেন তার টিনের তৈরী বসত ঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। মুহুর্তের মধ্যে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে ঘরে থাকা নগদ ২হাজার টাকা, ১৫মন ধান, ১৫০ কেজি চাল ও কাপড় চোপড়সহ আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে বসত ঘরসহ তার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

  জাবেদ মন্ডল জানান, বসতবাড়ী ছাড়া তার নিজের কোন জায়গা জমি নেই। অন্যের জমি লীজ নিয়ে চাষাবাদ করে কোনমতে সংসার চালাতেন। আগুনে বসতবাড়ী পুড়ে যাওয়ায় অর্থের অভাবে এখন তিনি নতুন করে ঘর তুলতে পারছেন না। বাধ্য হয়ে তিনি ও তার স্ত্রী ছোট ছেলের ঘরে রাত কাটাচ্ছেন। ওই ঘরটি দুইরুমের। এক রুমে মেজো ছেলে ও অপর রুমে ছোট ছেলে বসবাস করেন। ছোট ছেলে ঢাকায় দর্জির কাজ করায় তার রুমটি খালি থাকার কারণে তিনি সেখানে থাকতে পারছেন। ছোট ছেলে বাড়ীতে এলে একরুমের মধ্যে থাকা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে।

  প্রতিবেশীরা বলেন, আগুনে একমাত্র বসতঘর ও ঘরে থাকা ধান চালসহ আসবাবপত্র পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অসহায় কৃষক জাবেদ মন্ডল। তিনি যে নতুন করে কোনমতে একটা ঘর তুলবেন সেই সামর্থ্যও নেই তার। এমন পরিস্থিতিতে জাবেদ মন্ডলের পাশে দাড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ করেন তারা। জাবেদ মন্ডলের সাথে যোগাযোগের মোবাইল নম্বর ০১৯৩০-৮৩৮৩৪১।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com