রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী গতকাল ৪ঠা জুন সকালে যোগদান করেছেন।
তার যোগদানকে ঘিরে কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। তাকে ফুলেল শুভেচ্ছায় কলেজে অভ্যর্থনা জানায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক পরিষদ ও বিএনসিসি’র কর্মকর্তারাসহ অনেকে।
পাংশা সরকারী কলেজে যোগদানের আগে তিনি মেহেরপুর সরকারী মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
পাংশা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূশরাত হাছনীন, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, শিক্ষক পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শিব শিংকর চক্রবর্তী, প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, বিএনসিসি পাংশা সরকারী কলেজ ইউনিটের কর্পোরাল মোঃ গোলাপ হোসেন ও পিইউও আবু ছাঈদ মোহাম্মাদ নূরুল হুদাসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ অধ্যক্ষ প্রফেসর ইয়ামিন আলীকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানায়।
অভ্যর্থনা জানিয়ে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তৈয়েবুর রহমান বলেন, নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী একজন আলোকিত মানুষ, গুণী ব্যক্তিত্ব। প্রথম দিনের পরিচয়েই আমরা অনুপ্রাণিত হয়েছি। তার নেতৃত্বে পাংশা সরকারী কলেজ মানসম্মত শিক্ষায় ব্যাপক অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অধ্যক্ষ প্রফেসর ইয়ামিন আলী নিজ আসনে বসার পরক্ষণেই আসন থেকে উঠে তার কার্যালয়ে উপস্থিত সকল শিক্ষক কর্মচারীর সাথে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময়সহ পরিচিত হন।
এদিকে গতকাল রবিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলীকে বরণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ শিক্ষক পরিষদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু। উপস্থাপনা করেন শিক্ষক পরিষদের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম। মোঃ তৈয়েবুর রহমান, আবুল কালাম আজাদসহ কলেজের বিভাগীয় প্রধানগণ সভায় বক্তব্য রাখেন। অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী সম্মিলিত প্রচেষ্টায় পাংশা সরকারী কলেজকে দেশের মধ্যে আদর্শ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করার সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন তিনি। দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকাল সোয়া ৫টায় সভা শেষ হয়।
জানা যায়, পাংশা সরকারী কলেজে নবযোগদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলীর জন্মস্থান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শহীদ নগর গ্রামে। ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্সসহ বিবিএস(১ম শ্রেণী) এবং ১৯৮৯ সালে একই বিভাগ থেকে এমবিএস(১ম শ্রেণী) লাভ করেন তিনি। অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী শিক্ষা জীবনে প্রতিটি স্তরেই ১ম শ্রেণীতে উত্তীর্ণসহ সকল স্তরেই বৃত্তি প্রাপ্ত হন। তিনি ১৯৯৬ সালে বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে মাগুরা সরকারী হোসেন সোহরাওয়ার্দী কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ২০০৮ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে যশোর সরকারী এমএম কলেজে পদায়ন পান তিনি। ২০১৪ সালে সহযোগী অধ্যাপক অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজে যোগদান করেন। ২০১৫ সালে উপাধ্যক্ষ হিসেবে যশোর সরকারী সিটি কলেজে যোগদান করেন। ২০১৬ সালে আজম খান সরকারী কমার্স কলেজে যোগদান করেন। ২০১৮ সালে ব্র্যাক বিশ্ব বিদ্যালয়ধীন বিআইজিডি থেকে ইন্টারন্যাশনাল মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। ২০১৯ সালে সিইডিপি’র আওতায় এনইউএমসি থেকে ফিউচার লিডার কোর্স(ব্যাচ-২) ডিসটিংনশন সম্পন্ন করেন। তিনি (বিআইজিএম) পুলিশ এ্যানালাইসিস কোর্স(ব্যাচ-৭) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ) থেকে পুলিশ কমিশন কোর্স সম্পন্ন করেন। ২০০৪ সালে কমিশন্ড অফিসার হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান। তিনি ২০২৩ সালে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ক্যাপ্টেন পদবীতে সুন্দরবন ২৩, বিএনসিসি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com