আশাশুনিতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ১২৩ জন গর্ভবতী নারীকে চিকিৎসা প্রদান

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-০৯ ১৪:০৯:৩৮

image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলাতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ১২৩জন গর্ভবতী নারীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 
  গতকাল ৯ই সেপ্টেম্বর আশাশুনি উপজেলার আশাশুনি সরকারী উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে ৫জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়। এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ বিতরণ, গণপরিবহন চলাচল মনিটরিং, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি পালনে উদ্বুদ্ধকরণ, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ অব্যাহত রাখা, বিশুদ্ধ খাবার পানি বিতরণসহ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com