শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন

মহসীন মৃধা || ২০২৩-০৬-০৪ ১৪:৩৬:৫১

image

রাজশাহীতে নারী শিক্ষককে যৌন হয়রানির প্রতিবাদে গতকাল ৪ঠা জুন বিকালে ৪টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
  বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা পরিষদের সাবেক সভাপতি দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন দাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ জেলা মহিলা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
  বক্তারা সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনারও দাবী জানান তারা।
  উল্লেখ্য, গত ২১শে মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক একই প্রতিষ্ঠানের শিক্ষক প্রফেসর ড. নাজমা আফরোজের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com