রাজবাড়ীর খানখানাপুরে পাটক্ষেতে বিষ প্রয়োগ করে কৃষকের ২৫ শতাংশ জমির পাট বিনষ্ট

আশিকুর রহমান || ২০২৩-০৬-০৫ ১৭:৫৯:৪২

image

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রীচর চাঁদপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে গত ৪ই মে দিবাগত রাতে মোহন শেখ(৬৬) নামে এক কৃষকের পাটক্ষেতে বিষ প্রয়োগ করে পাটগাছ পুড়িয়ে বিনষ্ট করেছে প্রতিপক্ষ।  

  ক্ষতিগ্রস্ত কৃষক মোহন শেখ জানান, ৩মাস আগে বাড়ীর পাশে ক্ষেতে ২৫ শতাংশ জমিতে তিনি পাটচাষ করেন। ক্ষেতে পাট গাছ প্রায় ৩ ফুট লম্বা হয়েছে। গত ৪ই মে সন্ধ্যা পর্যন্ত তিনি পাট ক্ষেতে আগাছা পরিষ্কারের কাজ করে বাড়ী চলে আসেন। গতকাল ৫ই মে সকাল ৭টার দিকে তিনি ক্ষেতে গিয়ে দেখেন সব পাটগাছ পুড়ে মরে নিচের দিকে ঝুঁকে গেছে। 

  মোহন শেখের অভিযোগ, এলাকার রাজ্জাক, নুরু, ইউনুছ ও মুছাসহ কয়েকজনের সঙ্গে জমিজমা নিয়ে প্রায় ৬ বছর ধরে তার বিরোধ চলছে। তার ধারণা এসকল ব্যক্তিরাই তার ক্ষেতে ঘাস মারার বিষ প্রয়োগ করে পাটগাছ পুড়িয়ে ফেলেছে।

  এ ব্যাপারে থানায় মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com