“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুন বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্ত্বরের আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেরুন্নাহার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দীকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com