করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে মাঠে রয়েছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-১৩ ১৮:০৩:৪৪

image

করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে সরকারী নির্দেশনা অনুযায়ী গত ২৫শে মার্চ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।   
  এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা এ অঞ্চলের ১০টি জেলায় তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার ঠেকাতে তারা প্রতিনিয়ত সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা, মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ, অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ওষুধ বিতরণ, বিনা প্রয়োজনের সাধারণ মানুষের ঘুরাফেরার ব্যাপারে নজরদারী, বাজার মনিটারিংয়ের কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় ও ভ্রাম্যমাণ মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া, প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ক্ষেত থেকে সরাসরি সবজি ক্রয়, বিভিন্ন খাদ্য শস্য ও সবজির বীজ বিতরণ, যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় জীবাণুনাশক টানেল স্থাপন, জেলা শহরগুরোতে জীবাণুনাশক স্প্রে করাসহ ‘অপারেশন কোভিড শীল্ড’-এর আওতায় বহুমুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com