বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

মাহফুজুর রহমান || ২০২৩-০৬-০৫ ১৮:১১:২৫

image

‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৫ই জুন বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে।

  এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অন্যান্যরা বক্তব্য দেন। 

  সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমাদের সকলেই প্লাস্টিকের পরিমিত ব্যবহার করতে হবে এবং প্লাস্টিককে রিসাইকেল করতে হবে। আমরা যত্রতত্র ভাবে প্লাস্টিক না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলে দিবো। যাতে করে পরবর্তীতে রিসাইকেল করা সম্ভব হয়ে উঠে। তাহলে আমরা পরিবেশ দূষণের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবো।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com