পবিত্র হজ্ব পালনের জন্য গতকাল ৬ই জুন পর্যন্ত ১৫৪টি হজ্ব ফ্লাইটে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় মোট ৫৮ হাজার ৬২৬ জন হজ্বযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
গতকাল ৬ই জুন ঢাকায় হজ্ব অফিসের দায়িত্বরত হজ কর্মকতা জানান, এ পর্যন্ত ১৫৪টি হজ্ব ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ৭৬টি হজ্ব ফ্লাইটে ২৯ হাজার ২৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৭০৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৬৪১ জন গেছেন।
এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৬ হাজার ২৯৫ জন হজ্ব যাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।
এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্বযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছে। ইতেমধ্যে ৮৯ হাজার ৮২১টি হজ্ব যাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাকী ভিসাও শিগগিরই পাওয়া যাবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭শে জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হজ্ব অফিস মক্কার কনফারেন্স কক্ষে স্থানীয় সময় রাত ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(হজ¦) এবং প্রশাসনিক দলের দলনেতা মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে হজ্ব প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর(হজ্ব) মোঃ জহিরুল ইসলাম ও কনসাল(হজ্ব) মোহাম্মদ আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিমানের শেষ হজ্ব ফ্লাইট যাবে আগামী ২২শে জুন। গত ২১শে মে থেকে হজ্ব ফ্লাইট শুরু হয়। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এসব হজ্বযাত্রী পরিবহন করবে।
আগামী ২রা জুলাই হজ্ব যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২রা আগস্ট।
এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় ১জন মহিলাসহ ৫জন হজ্ব যাত্রী ইন্তেকাল করেছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com