বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী শুরু করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
গতকাল ৭ই জুন কালুখালী উপজেলা হাসপাতাল সড়কে নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ শেষে শেখ সোহেল রানা টিপু বলেন, গত ৫ই জুন বিশ^ পরিবেশ দিবসে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রত্যেকের বাড়ী বাড়ী কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে। তার নির্দেশ অনুযায়ী আমি রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচী হাতে নিয়েছি। এ কর্মসূচীতে পর্যায়ক্রমে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সহস্রাধিক গাছের চারা রোপণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com