গোয়ালন্দে ডিবির অভিযানে ৩শত পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-০৮ ১১:৩৩:৩৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া মাল্লাপট্টি মোড় এলাকা থেকে গত ৬ই জুন দিনগত রাতে ৩শত পিস ইয়াবাসহ বিক্রেতা ইলিয়াছ শেখ (২৫)কে গ্রেফতার করেছে ডিবি। 

  সে উপজেলার উজানচর ইউনিয়নের নুতনপাড়া এলাকার মৃত চাদাই শেখের ছেলে।

  জানা যায়, ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে গত ৬ই জুন রাত ১১ টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বরসহ সঙ্গীয় ফোর্স নতুনপাড়া মাল্লাপট্টি মোড় এলাকায় অভিযান চালিয়ে থেকে ইলিয়াছ শেখকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে জেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইলিয়াস শেখকে ৩শত পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে জানায় গোয়ালন্দ ঘাটের মাদকের ডিলার আইয়ুব সরদার তাকে ইয়াবা গুলো সরবরাহ করেছে। আইয়ুব সরদারের বিরুদ্ধে আদালতে ৯টি মাদক মামলা বিচারাধীন আছে। 

  এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় ইলিয়াস শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com