রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গতকাল ৭ই জুন সকালে উপজেলার বাবুপাড়া ইউপির তামিলী দুর্গাপুর গ্রামের ঘাস ক্ষেত থেকে মোঃ হাসিবুল(১৩) নামের এক মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে।
হাসিবুল উপজেলার মাছপাড়া ইউপির ২নং ওয়ার্ডের খালকুলা গ্রামের দরিদ্র পরিবারের ভ্যান চালক হামিদুল ইসলামের পুত্র। সে যশাই ইউপির সমসপুর দাখিল মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্র ছিল। রোল নং-২১। হাসিবুল ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড়। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগের তীর পার্শ্ববর্তী জয়গ্রামের আব্দুল খালেকের পুত্র মাদক কারবারী যুবক তারেকের দিকে।
জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভাড়া মারার উদ্দেশ্যে পিতার ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মাদরাসা ছাত্র হাসিবুল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে।
গতকাল বুধবার সকালে উল্লেখিত তামিলী দুর্গাপুর গ্রামের মাঠে ঘাস কাটার সময় জনৈক কৃষক ঘাস ক্ষেতের মধ্যে লাশ দেখে ৯৯৯ নম্বরে ফোন দেয়। খবর পেয়ে পাংশা মডেল থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে নিহত হাসিবুলের পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করে। লাশ দেখেই পরিবার ও স্বজনেরা আহাজারী শুরু করে।
এসআই আকরাম হোসেন বুধবার সকাল ৮টার দিকে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। হত্যাকান্ডের মোটিভ উদঘাটনসহ জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ মাছপাড়া ইউপির জয়গ্রামের আব্দুল খালেকের পুত্র তারেক (২১)কে আটক করেছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান তথ্য নিশ্চিত করেন।
এদিকে স্থানীয়রা জানায়, তারেকের স্বভাব ভালো না। সে মাদক কারবারীর সাথে জড়িত। এলাকায় তার নেতৃত্বে অপরাধ তৎপরতার সংঘবন্ধ চক্র সক্রিয় রয়েছে। তারেক মাদরাসার নিরীহ ছাত্র হাসিবুলের নিকট থেকে কৌশলে ভ্যান নিয়ে অন্যত্র বিক্রি করে এবং হাসিবুলকে নির্মমভাবে হত্যা করে ঘাস ক্ষেতে ফেলে রাখে বলে এলাকাবাসীর ধারণা।
সমসপুর দাখিল মাদ্রাসার শোক ঃ মাদরাসা ছাত্র মোঃ হাসিবুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় সমসপুর দাখিল মাদরাসার সুপার আবু সালেহ মোঃ জিল্লুর রহমানসহ মাদরাসার শিক্ষক-কর্মচারীরা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা প্রকাশ করেছেন। সুপার আবু সালেহ মোঃ জিল্লুর রহমান জানান, মাদরাসার অদূরে মাছপাড়া ইউপির খালকুলা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান হাসিবুল। নিরীহ ছাত্র হাসিবুলের হত্যার খবরে মাদরাসাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকান্ডের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে পাংশা উপজেলা পরিষদের সামনে সড়কে আজ ৮ই জুন সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com