রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে গতকাল ৮ই জুন সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)-৩য় পর্যায় বার্ড অংশের আওতায় গঠিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও গ্রামকর্মীদের অংশগ্রহণে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম ও পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ মোত্তালিব আলী প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলার ৬০টি সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com