গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নে যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-০৯ ১৩:৪৯:৩৬

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

  গত ৭ই জুন বিকালে উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান ও সদস্য সচিব সানোয়ার আহমেদের যৌথ স্বাক্ষরে প্রতিটি ইউনিয়নে ৩১সদস্য বিশিষ্ট করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

  অনুমোদিত কমিটিতে উজানচর ইউনিয়নে আরজু প্রামানিককে আহ্বায়ক ও ফজলুর রহমান খানকে সদস্য সচিব, দৌলতদিয়া ইউনিয়নে মাইনদ্দিন সরদার আহ্বায়ক ও সদস্য সচিব হারুন অর রশিদ, ছোট ভাকলা ইউনিয়নে আনোয়ার হোসেন আহ্বায়ক ও সদস্য সচিব কবির বকুল এবং দেবগ্রাম ইউনিয়নে রোকন দেওয়ানকে আহ্বায়ক ও সফিকুল ইসলাম সেন্টুকে সদস্য সচিব করা হয়েছে।

  এ প্রসঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান ও সদস্য সচিব সানোয়ার আহমেদ জানান, প্রতিটি আহ্বায়ক কমিটিকে আগামী ৪৫ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করতে বলা হয়েছে। আমরা আশা করি দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঘোষিত কমিটি আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com