রাজবাড়ী ক্লিনিকের পরিচালক শিশির চক্রবর্তীর পরলোকে

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৬-০৯ ১৩:৫১:১৪

image

রাজবাড়ী ক্লিনিকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী পৌর শাখার সভাপতি শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার বাসিন্দা শিশির চক্রবর্তী(৬৭) গতকাল ৮ই জুন দুপুর ১২টায় ঢাকায় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। 

  এক পুত্র সন্তানের জনক শিশির চক্রবর্তী ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। গত ১৪/১৫দিন আগে তাকে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি করা হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

  তার মৃতদেহ ঢাকা থেকে প্রথমে তার জন্মস্থান ফরিদপুরের টেপাখোলায় নেয়া হয়। এরপর সেখান থেকে তার মৃতদেহ আনা হয় রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় তার বাড়ীতে। এরপর রাতে শহরের ভবানীপুর মহাশ্মশানে তাকে দাহ করা হয়। 

  তার মৃত্যুতে রাজবাড়ী ক্লিনিক কর্তৃপক্ষ, রাজবাড়ী ক্লিনিক মালিক সমিতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী সদর উপজেলা শাখার পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com