বালিয়াকান্দিতে জমিসহ নির্মাণাধীন ভবন দখলের চেষ্টা॥থানায় অভিযোগ

সোহেল মিয়া || ২০২৩-০৬-০৯ ১৬:০৫:৫৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের তালতলা বাজারের তিনতলা ভিত্তির একটি দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।

  এ ঘটনায় উপজেলার উত্তর শালমারা গ্রামের সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে গতকাল ৯ই জুন সকালে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সোনাইকুড়ি গ্রামের রবীন্দ্রনাথ রায়।

  স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রবীন্দ্রনাথ রায় ২০২০ সালে পৈত্তিক সম্পত্তিতে ৩শতাংশ জমির উপর ৬টি কক্ষ বিশিষ্ট তিনতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। গতকাল ৯ই জুন ভোরে সিরাজুল ইসলাম ৬/৭ জন শ্রমিক নিয়ে ২ঘন্টার মধ্যে ভবনের ছাঁদে টিন দিয়ে দখল করে। 

  স্থানীয়রা আরো বলেন, দীর্ঘদিন ধরে রবীন্দ্রনাথ ধীরে ধীরে ভবনের কাজ করে আসছে। এর মধ্যে সিরাজুল কোনদিন তিনতলা ভবন নির্মাণ কাজের বাঁধা দেয়নি।

  রবীন্দ্র নাথের ছেলে জয় চাঁদ রায় বলেন, আমরা দীর্ঘদিন ধরে ভবন নির্মাণের কাজ করছি। প্রাথমিকভাবে ৬টি কক্ষের পিলার নির্মাণ করেছি। কোনদিন আমাদের ভবন নির্মাণে কেউ বাঁধা দেয়নি। কিন্তু গতকাল ৯ই জুন খুব ভোরে কয়েজজন সন্ত্রাসীসহ শ্রমিক নিয়ে সিরাজুল ইসলাম পিলারের উপর টিন দিয়ে দখলের চেষ্টা করে। আমরা বাঁধা দিলে  সে আমাদের হত্যার হুমকি দেয়। আমরা বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

  দখলের ব্যাপারে সিরাজুল ইসলামের ছেলে আহম্মদ বলেন, আমরা বালিয়াকান্দির চামটা মৌজার ৫০৯ নম্বর দাগে জমি পাবো। সেই দাগের জমি বুঝে নিতেই আমরা স্থাপনা নির্মাণ করেছি। 

  তাহলে কেন ভবন নির্মাণের সময় বাঁধা দেননি এমন প্রশ্ন করলে তিনি এর কোন উত্তর দিতে পারেনি।

  বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি থানায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ জমি পেলে সেটি বুঝে নেওয়ার আইনি প্রক্রিয়া রয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com