ঈদুল আযহা উপলক্ষে গোয়ালন্দে জাকের পার্টির ছাত্রফ্রন্টের দাওয়াতী মিশন সভা

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-১১ ১৪:৪৯:৩৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাকের পার্টির অঙ্গসংগঠন ছাত্রফ্রন্টের উদ্যোগে দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১১ই জুন দুপুরে গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি ছাত্রফ্রন্টের আয়োজনে এ মিশন সভা অনুষ্ঠিত হয়। 

  সভায় প্রধান অতিথি হিসেবে জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বক্তব্য রাখেন।

  এ সময় মিশন সহকারী হিসেবে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি এডঃ জাহিদ হাসান মিঠু, ফরিদপুর ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আমজাদসহ জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  ফরিদপুর জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি সোহানুর রহমান সুজন।

  সভার সার্বিক দায়িত্বে ছিলেন ফরিদপুর সাংগঠনিক বিভাগ জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আমজাদ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com