রাজবাড়ী শিক্ষা প্রকৌশল বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী রতীশ সেনের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৬-১১ ১৪:৫১:১৬

image

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের নবাগত নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন গতকাল ১১ই জুন সকালে বিদায়ী নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন।

  এ উপলক্ষে গতকাল রবিবার বেলা ১১টায় জেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে নবাগত ও বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা শিক্ষা প্রকৌশল ঠিকাদার এসোসিয়েশন এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উক্ত ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

  এ সময় স্বাগত বক্তব্যে নবাগত নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের প্রতি আহবান জানান। 

  অনুষ্ঠানে উপস্থিত ঠিকাদার ও এলাকার সুধীজন বিদায়ী নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেনের দীর্ঘ প্রায় ২বছরের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন।

  বিদায়ী নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, যেখানেই থাকি না কেন আপনাদের ভালোবাসার কথা আমার মনে থাকবে, সময়ে অসময়ে আমার পাশে থেকে যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, নবাগত নির্বাহী প্রকৌশলীকেও একইভাবে সহযোগিতা করবেন। 

  অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মোঃ আবুল লতিফ। অনুষ্ঠানে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, রাজবাড়ীতে যোগদানের পূর্বে রতীশ চন্দ্র সেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৬ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে কক্সবাজার জেলার টেকনাফে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৮-২০১৮ সাল পর্যন্ত একই পদে থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৮ সালে চট্টগ্রাম থেকে পদোন্নতি পেয়ে বদলি হয়ে সহকারী প্রকৌশলী হিসেবে প্রধান কার্যালয়ে যোগদান করেন। এরপর নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে চলতি ২০২৩ সালের ৫ই জুন রাজবাড়ীতে যোগদান করেন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের শিক্ষানুরাগী মৃত সতীশ চন্দ্র সেনের সাত সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান। তার স্ত্রী একজন গৃহিনী, তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।

  বিদায়ী নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন ফরিদপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের জন্য গতকাল ১১ই জুন রাজবাড়ী ত্যাগ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com