দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
গতকাল ১২ই জুন বিকালে কালুখালী উপজেলার চাঁদপুর বঙ্গবন্ধু চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে শান্তি সমাবেশস্থলে জমায়েত হন।
সমাবেশে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া আগামী নির্বাচনে দলের মধ্যে ভেদাভেদ তৈরী না করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান করেন বক্তারা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com