রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে গতকাল ১৩ই জুন দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কর্ম-পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কান্তি পাল, ডাঃ মোঃ রুহুল আমীন, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ এ. কে. এম. ওয়াহিদুল মুক্তাদির, গোয়ালন্দ রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বজলুর রহমান, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ বাবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, আগামী ১৭ই জুন উপজেলা ব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটা নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম সফল করতে উপজেলা স্বাস্থ্য সহকারী এবং ভলেন্টিয়াররা বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com