রাজবাড়ী জেলার ১লক্ষ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রফিকুল ইসলাম || ২০২৩-০৬-১৩ ১৫:৪৩:৪৯

image

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  গতকাল ১৩ই জুন দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের অডিটোরিয়মে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আলিফ নূর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার ও জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলার বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তাগণ উপস্থি’ত ছিলেন।

  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জেলা পর্যায়ে কিভাবে বাস্তবায়ন করা হবে সে সব বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে মতামত তুলে ধরে আলোচনা করেন বক্তারা। 

  সভায় জানানো হয়, আগামী ১৮ই জুন রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় ১০৬৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাসের ১৬ হাজার ৫৬১ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লক্ষ ১৯ হাজার ৫১৯ জন সর্বমোট ১লক্ষ ৩৬ হাজার ৮০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com