রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল ১৪ই জুন দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গাফফার।
কর্মশালায় জানানো হয়, আগামী ১৮ই জুন এক দিনব্যাপী রাজবাড়ী জলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ১০৬৬টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৫৬১ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ১৯ হাজার ৫১৯ জন সর্বমোট ১লাখ ৩৬ হাজার ৮০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্রগুলোতে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য দেন।
এ সময় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রহমান বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য খুবই প্রয়োজনীয়। এর ঘাটতি হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, রক্ত স্বল্পতা, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, সংক্রামক রোগে আক্রান্ত হওয়াসহ বিভিন্ন সমস্যা হয়। ভিটামিন এ মানবদেহে উৎপাদন হয় না। খাদ্য বা সম্পূরকের মাধ্যমে গ্রহণ করতে হয়। যেহেতু এটা জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা তাই সম্পূরক হিসেবে বছরে ২বার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com