জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পাংশায় মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাংশা প্রতিনিধি || ২০২৩-০৬-১৬ ১৫:৪৪:৫২

image

জামালপুরের সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে রাজবাড়ী জেলার পাংশায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। 

  গতকাল ১৬ই জুন বেলা ১১টার দিকে পাংশা প্রেসক্লাবের আয়োজনে পাংশা বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত মালেক প্লাজার সামনে এ কর্মসূচী পালন করা হয়।

  পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রতন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে সিনিয়র সাংবাদিক এমএ জিন্নাহ, মাসুদ রেজা শিশির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা, সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ ও শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান বক্তারা। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com