গোয়ালন্দের চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-১৬ ১৫:৪৫:১৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল চর মহিদাপুর আশ্রয় কেন্দ্রে গতকাল ১৬ই জুন সকালে মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

  ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে আগত মেডিসিন, নাক, কান ও গলা রোগে অভিজ্ঞ চিকিৎসক ডাঃ পার্থ বসু প্রত্যন্ত চরাঞ্চলের মানুষদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন। 

  এ সময় উপস্থিত মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের পরিচালক মোঃ আব্বাস আলী, মোঃ মাসুদ রানা, মোঃ রজব আলী, মোঃ চুন্নু শেখ, ম্যানেজার শাকিল আহমেদ, সেবিকা রুবিনা, স্বাস্থ্য কর্মী তানজিলা আক্তার ও উর্মি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

  ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পর্কে মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের পরিচালক মোঃ আব্বাস আলী ও মোঃ রজব আলী বলেন, গ্রাম অঞ্চলে অনেক অসহায় মানুষ আছে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। অনেকেই অর্থের অভাবে ভালো কোনো অভিজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন না। আবার অনেকেই বেশি টাকা খরচ হবে ভেবে শহরে গিয়ে চিকিৎসক দেখাতে চান না। চরাঞ্চলের মানুষের সুচিকিৎসার সুবিধার্থে আমরা আমাদের মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের পক্ষ হতে প্রত্যন্ত চরাঞ্চলে গিয়ে বিনামূল্যে ক্যাম্প করে স্বাস্থ্যসেবা প্রদান করছি। আমাদের এ কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।

  ক্যাম্প সম্পর্কে স্থানীয় কুদ্দুস সরদার বলেন, গোয়ালন্দ উপজেলা হাসপাতাল এখান থেকে অনেক দূরে হওয়ায় আমরা সচারাচর ভালো মানের ডাক্তার দেখাতে পারি না। মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব কর্তৃপক্ষ আজ একজন ভালোমানের ডাক্তার দিয়ে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করায় আমরা চরাঞ্চলের মানুষ মা হাপাতালের কাছে চির কৃতজ্ঞ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com