রাজবাড়ী সুইমিংপুলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১৭ই জুন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ প্রতিযোগিতায় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০জন বালক-বালিকা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা।
এ সময় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাঁতারু ক্রীড়াবিদরা উপস্থিতি ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com