রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষ আমলা গ্রাম থেকে গতকাল ১৮ই জুন বিকালে ৬টি গাঁজার গাছসহ কানাই মন্ডল(৩৯) নামে ১জনকে পুলিশ আটক করেছে। সে ওই গ্রামের মৃতত সন্তোষ মন্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, কানাই মন্ডল তার বাড়ীর পাশে পাট ক্ষেতের মধ্যে গাঁজার গাছ রোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এসআই রাজিবুল ইসলামসহ পুলিশ ফোর্স কানাই মন্ডলের বাড়ীর পাশে চাষকৃত পাট ক্ষেত থেকে ১২ ফিট উচ্চতার ৬টি তাজা গাঁজার গাছ উদ্ধারসহ কানাই মন্ডলকে গ্রেফতার করে।
এ বিষয়ে কানাই মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com