দৌলতদিয়ায় ছোট পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-২১ ১৩:৪২:০৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর শাখা ক্যানাল ঘাটে গোসল করতে গিয়ে গতকাল ২০শে জুন সকালে রবিন শেখ(১১) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। 

  নিখোঁজ শিশুটি ক্যানেল ঘাট এলাকার কাইমউদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখের ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

  নিখোঁজ রবিনের নানা অহেদ শেখ জানান, সকালে রবিন তার বড় বোনের ছেলে সাজ্জাতের সাথে নদীর নতুন পানিতে গোসল করতে যায়। নদীতে প্রচন্ড স্রোত থাকায় সে পানি তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী এবং ডুবুরীর দল উদ্ধার অভিযান শুরু করে।

  গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীসহ মানিকগঞ্জের ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চলছে। বিকেল ৪টা পর্যন্ত শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com