স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার মালিকানা পরিবর্তন

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৬-২২ ১৬:৫১:৫৯

image

রাজবাড়ীর স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার প্রকাশক ও মালিকানা পরিবর্তন হয়েছে। গতকাল ২২শে জুন রাতে নতুন প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান খান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু কায়সার খানের কাছ থেকে পত্রিকা প্রকাশকের ঘোষণাপত্রের কপি গ্রহণ করেন। এ সময় সাবেক প্রকাশক ও পত্রিকার বর্তমান সম্পাদক খান মোহাম্মদ জহুরুল হক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নং-০৫.৩০.৮২০০.২৪.১৩.০০১.২৩-৫৬৬, তাং-২২/৬/২০২৩ইং এর ঘোষণাপত্র মোতাবেক নতুন প্রকাশক পত্রিকার দায়িত্ব বুঝে নেন। এর আগে গত ১০/০৫/২০২৩ তারিখে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে খান মোঃ জহুরুল হক পত্রিকাটির প্রকাশক ও মালিকানা সত্ত্ব মোহাম্মদ মনিরুজ্জামান খানের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান খান ঢাকাস্থ স্বনামধন্য কনস্ট্রাকশন কোম্পানী এনডিই’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। তার বাড়ী জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামে। বর্তমানে তিনি রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুরের বাসিন্দা   -মাতৃকণ্ঠ।         

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com