গোয়ালন্দের ছোট ভাকলার অসহায় হারুনকে নতুন ঘর দিচ্ছেন সেলিম মুন্সী

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-২৩ ১৫:০৩:০৫

image

দুই মেয়ে নিয়ে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন কাটানো শারীরিকভাবে চলাচলে অক্ষম হারুন অর রশিদ (৫৬)কে নতুন ঘর করে দিচ্ছে রাজবাড়ী জেলার গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী।

  গত ১৯শে জুন দুপুরে দোয়া মোনাজাতের মাধ্যমে হারুন অর রশিদের নতুন ঘরের কাজের উদ্বোধন তিনি।

  জানা যায়, হারুন অর রশিদ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের টেংরাপাড়া এলাকার আব্দুল আজিজ মোল্লা ছেলে। সড়ক দূর্ঘটনায় ও বয়সের ভারে হারুন এখন অনেকটাই ভারসাম্যহীন। চোখেও ঝাপসা দেখেন। এমনকি হাত দুটোতেও তেমন শক্তি পান না। কোন কাজ কর্ম করতে পারেন না। তার পরিবারে তিনটি মেয়ে সন্তান রয়েছে, এরমধ্যে একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী মারা যাওয়ার পর দুই মেয়ে নিয়ে ঝুপড়ি ঘরে কোন মতে বসবাস করতেন।

  এই জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করার কথা শুনে তার বাড়ীতে ছুটে যান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী। তিনি সরজমিনে ওই জরাজীর্ণ ঘর পরিদর্শন করেন এবং ওই পরিবারের সাথে কথা বলে হারুন অর রশিদকে নতুন ঘর উপহার দেওয়ার আশ্বাস প্রদান করেন সেলিম মুন্সি।

  কথা অনুযায়ী গত ১৯শে জুন হারুনের নতুন ঘর নির্মাণের কাজও শুরু করেন তিনি। দুপুরে সেলিম মুন্সী দোয়া মোনাজাতের মাধ্যমে তার নতুন ঘরের কাজের শুভ উদ্বোধন করেন। 

  এ সময় গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম মোঃ আবু সাইদ, স্থানীয় ইউপি সদস্য মোঃ সালাম, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ লিয়াকত হোসাইন, মোঃ রাতুল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঘর নির্মাণ কাজ উদ্বোধনকালে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা মোঃ আজম।

  হারুন অর রশিদ বলেন, ‘‘আমরা কাউকে বলতে পারিনা, আমাগেরে তো কেউ নাই, যে আমাগেরে একখান ঘর করে দেবে। জায়গা আছে খানিক। কিন্তু ঘর করার মত টাকা পয়সা আমাগেরে নাই, মেম্বার, ইউপি চেয়ারম্যানকে তো অনেকবার বলেছি আমাগেরে একটা ঘর করে দেওয়ার জন্য। তারা বলেছে সরকারী সুযোগ-সুবিধা আসলে ঘর করানোর ব্যবস্থা করে দিবে। এখন আর কত দিন গেলে আর কত বয়স হলে আমাগেরে ঘর করে দেবে, আমরা তা বলতে পারিনা। আমাগেরে শুধু উপরে আছে উপরওয়ালা। 

  তিনি আমাগেরে বাঁচিয়ে রেখেছেন। এহন আমি আর কাম কাইজ করতে পারিনা, দুইটা ছাগল পালি এ দিয়াই আমরা কোনমতো খাইয়া দাইয়া বেঁচে আছি’’। গতমাসে আমাগেরে উপজেলার চেয়ারম্যানের ছাওয়াল আমার বাড়ী এসে ভাঙ্গাচোড়া ঘর দেখে আমার নতুন ঘর করে দিবে সে কথা দিয়া গেছিলো। আজ সে নতুন ঘরের কাজ শুরু করছে। তার এ ঋণ ক্যাবাকরে শোধ করবো। সেলিম মুন্সীর জন্যি আল্লাহর কাছে দোয়া চাই হেযেন সব সময় আমার মতো অসহায় মানষির পাশে থাকবার পারে।

  সেলিম মুন্সীর এমন মানবিক কাজের ভূসয়ী প্রসংশা করে সুধীজনেরা বলেন, গোয়ালন্দ উপজেলায় সেলিম মুন্সী একজন দানশীল মানুষ। মহামারি করোনার সময় থেকে শুরু করে সারা বছরই তিনি নিজ অর্থায়নে উপজেলার অসহায় মানুষের পাশে থেকেছেন এবং আছেন। আজ তিনি নিজ অর্থায়নে বৃদ্ধ অসহায় হারুনকে ঘর উপহার দিয়ে এলাকায় সাধারণ মানুষের মনের ভেতর জায়গা করে নিয়েছে। আমরা তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

  সেলিম মুন্সী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আমার ভালো লাগে। আর এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি অনেক খুশি। আমি আমার অবস্থান থেকে শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর রহমতে সমাজের একজন অসহায়কেও যদি ভাল রাখতে পারি এবং সহযোগিতা করতে পারি সেটাই আমাদের বড় পাওয়া। 

  তিনি আরও বলেন, সমাজে যারা বিত্তশালী ব্যক্তি আছেন তারা যদি আশপাশের অসহায়দের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা অনেক উপকৃত হবে। আমি উপজেলাবাসীর পাশে সব সময় থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com