বালিয়াকান্দিতে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২৩-০৬-২৩ ১৫:০৫:২১

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে গত ২২শে জুন বেলা ১১টায় ১৫শ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
  উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন আবাদকারী তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এই উপকরণ(বীজ ও সার) বিতরণ করা হয়।
  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা মানোবেন্দ্র মজুমদার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
  বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫শত কৃষকদের মধ্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি রোপা আমনের বীজ বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com