বালিয়াকান্দিতে জমে উঠেছে কোরবানীর পশুর হাট-বাজার

তনু সিকদার সবুজ || ২০২৩-০৬-২৩ ১৫:০৬:২১

image

কয়েকদিন পরেই ঈদুল আযহা। এরই মধ্যে জমে উঠেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন কোরবানী পশুর হাট-বাজার। 

  উপজেলার বালিয়াকান্দি, বহরপুর, জামালপুর, ইসলামপুর, নবাবপুরসহ প্রায় প্রতিটি ইউনিয়নেই কোরবানীর পশুর হাট বসে। তবে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া পশুর হাট ও তেতুলিয়া পশুর হাট এলাকার সবচেয়ে বড় হাট বলে জানান স্থানীয়রা।

  গতকাল ২৩শে জুন বিকালে বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে অবস্থিত কোরবানীর পশুর হাটে দেখা যায় বেচাকেনা জমে উঠেছে। 

  হাটে বড় মাঝারী ও ছোট আকৃতির গরু, ছাগল, খাসি উভয়ই উঠেছে। তবে মাঝারী আকৃতির পশুর চাহিদাই সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ক্রেতা, বিক্রেতা ও হাট ইজারাদাররা।

  বাজার ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থান থেকে পাইকারী বিক্রেতা ও স্থানীয় বিক্রেতারা তাদের পশু নিয়ে এসেছেন। আকৃতিভেদে দাম রয়েছে আলাদা। 

 জামালপুর থেকে আসা গরু বিক্রেতা আলিম বলেন, বালিয়াকান্দিতে কোরবানীর পশুর জন্য মোটামুটি ভালো হাট হচ্ছে তেতুলিয়ায়। এখানে কম দাম থেকে শুরু করে বেশি দামের গরু উঠায় ক্রেতাও আসেন বেশি। যার কারণে এই হাটে এসেছি। 

  পাইকারী গরু বিক্রেতা ইয়াসিন বলেন, আমি দেশের বিভিন্ন স্থানে গরু বিক্রি করি। কিন্তু এই তেতুলিয়াতে ভালো মানের গরু পাওয়া যায় এবং ক্রেতার চাহিদা বেশি থাকায় এখানেই আমার গরু গুলো বিক্রি করছি।

  গরু ক্রেতা জাহাঙ্গীর বলেন, আর অল্প কয়েকদিন বাকি আছে কোরবানীর। তাই গরু কিনতে এসেছি এখনো দরদাম করে যাচ্ছি দেখা যাক, পছন্দের পশু যদি কাঙ্খিত দামে পেয়ে যাই তাহলে আজই নিয়ে যাবো। 

  হাট ইজারাদার লতিফ শেখ রতন বলেন, হাটে সকল প্রকার পশু উঠছে। আর অল্প কয়েকদিন পরেই ঈদ। তাই ক্রেতা-বিক্রেতারও ভিড় বেড়েছে কয়েকগুণ। আমরা সামনে আরও দুইদিন অর্থাৎ সোমবার ও বুধবার হাট বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

  রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, সকল হাটে আমাদের পুলিশ নিরাপত্তায় কাজ করছে। টাকা বহনেও তারা মানুষকে সহায়তা করবে। কোন প্রকার চাঁদাবাজি বা জোড় খাটানোর চেষ্টা করা যাবে না। যার যে হাটে ইচ্ছা পশু নিতে পারবে। কেউ যদি কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com