কালুখালীর সালেহা সামাদ হাসপাতালে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

মনির হোসেন || ২০২০-০৯-১০ ১৬:৫৫:১৯

image

রাজবাড়ী জেলার কালুখালী থানা সংলগ্ন সালেহা সামাদ হাসপাতালের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। 
  গতকাল ১০ই সেপ্টেম্বর সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল গণি, হাসপাতালের প্রোপাইটর ও এনজিও সেভ দ্যা হাঙ্গরী (সাথী)’র নির্বাহী পরিচালক ডাঃ এস.এম আবু হোসাইন, রেসকিউ মিশন ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিনিধি মকিম উদ্দিন খান, মহিদুল ইসলাম এবং এনজিও গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
  উদ্বোধন অনুষ্ঠান শেষে একটানা বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালের চিকিৎসকগণ কর্তৃক আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এর পাশাপাশি দুস্থদের মধ্যে ত্রাণ হিসেবে চিড়া, চিনি, খাওয়ার স্যালাইন, মাস্ক বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com