পাংশায় প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন

মোক্তার হোসেন || ২০২৩-০৬-২৫ ১১:৩৮:৫৫

image

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল ক্রীড়া চক্রের আয়োজনে রাজবাড়ী জেলার পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২৪শে জুন বিকালে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত হয়।

 খেলায় পাংশা উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়।

  গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন। 

  উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর পরিচালক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ বক্তব্য রাখেন।

  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের বিবরণ তুলে ধরেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বারোপ করেন তিনি।পাংশা উপজেলায় স্টেডিয়াম প্রতিষ্ঠার প্রতিশ্রতি ব্যক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান এমপি জিল্লুল হাকিম।

  রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার ভবন নিমার্ণে ১০ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দেন। ব্যারিস্টার সুমন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ফুটবলের জাগরণ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করেন।

  পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ইয়ামিন আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান টিটো চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান ও এডভোকেট তুহিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  খেলা শেষে চ্যাম্পিয়ন দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীকে চ্যাম্পিয়ন ট্রফি ও পাংশা উপজেলা ফুটবল একাদশকে রানার্স আপ ট্রফি বিতরণ করেন অতিথিবৃন্দ। 

  খেলা পরিচালনা করেন সাবেক ফুটবলার মোঃ শাজাহানুল হক জুয়েল মাস্টার। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও সায়েদুল ইসলাম। কয়েক হাজার দর্শক আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন। মাঠ ভরা দর্শকের বিশেষ আকর্ষণ ছিল ব্যারিস্টার সুমন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com