গোয়ালন্দে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-২৭ ০৩:০৮:৪৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৬শে জুন দুপুরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে তিনটি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৯টি অসহায় পরিবারের মাঝে ৩২ বান্ডিল ঢেউটিন ও প্রত্যেককে ৩হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
  এ সময় উপস্থিত গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com