বালিয়াকান্দিতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২৩-০৬-২৭ ০৩:০৯:০৬

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে গতকাল ২৬শে জুন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৯জন রোগীদের মাঝে সাড়ে ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। 

  সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব রোগীদের হাতে সহায়তার চেক তুলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। 

  এ সময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার উপস্থিত ছিলেন।

  উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার জানান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে ক্যান্সার, কিডনী, থিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালোসিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার কর্মসূচীর আওতায় প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com