গোয়ালন্দে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা পুরস্কার ও সনদপত্র বিতরণ

মইনুল হক মৃধা || ২০২৩-০৬-২৭ ০৩:০৯:৪৬

image

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে গতকাল ২৬শে জুন সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

  উপজেলা বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী। 

  এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা সপ্তাহ কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হাসান, সরকারী কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখ, এফ কে টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ, কারিগরি বিএম কলেজের অধ্যক্ষ সমিতির যুগ্ম-সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা বে-সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফকীর আব্দুল কাদের ও আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com