পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক ও রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন গাজী বিপ্লবের ব্যক্তিগত উদ্যোগে গতকাল ২৭শে জুন জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ও সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় পদ্মা নদীর ভাঙ্গন কবলিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মনির হোসেন ও মোঃ চান্দু মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় রুহুল আমিন গাজী বিপ্লব বলেন আমার ব্যক্তিগত উদ্যোগে দৌলতদিয়া ও সদর উপজেলার ২শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো পর্যায়ক্রমে আমরা আরো ঈদ সামগ্রী বিতরণ করবো। আপনারা সবাই আমার পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্নার শান্তি কামনা করবেন। পাশাপাশি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনতার বন্ধু জিএম কাদের এমপি যেন আগামী নির্বাচনে এককভাবে ক্ষমতায় যেতে পারেন সেইজন্য সবাই তার জন্য দোয়া করবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com