র‌্যাবের অভিযানে ভাঙ্গা মোড় থেকে ঘাতক মাইক্রোবাস ড্রাইভার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৭-০৭ ১৬:২৬:১৮

image

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় বেপরোয়া গতির মাইক্রোবাসের চাপায় নৌবাহিনীর অফিসার সজিব মোল্লা(২৪) নিহতের ঘটনায় পলাতক ঘাতক মাইক্রোবাসের ড্রাইভার জাকির হোসেন জাহিদ (৪৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

  গতকাল ৭ই জুলাই বিকাল ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফরিদপুর জেলার কোতোয়ালী থানার রাঘুয়াপাড়া বাখুন্ডা গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

  র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৯শে জুন ঈদের দিন রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ধানের চাতাল এলাকায় ফরিদপুরের দিক হতে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাসের ড্রাইভার জাকির হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনী অফিসার সজিব মোল্লার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে থাকা দুই জনের মধ্যে নৌবাহিনী পেটি অফিসার সজিব মোল্লা(২৪) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মোটর সাইকেলে থাকা ১জন আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

  এ ঘটনার পর মাইক্রোবাসের ড্রাইভার জাকির হোসেন পালিয়ে যায় এবং আত্মগোপন করে থাকে। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে র‌্যাব ওই মাইক্রোবাসের ড্রাইভারকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে।

  এরই ধারাবাহিকতায় গতকাল ৭ই জুলাই বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে ফরিদপুর জেলার ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাসের ড্রাইভারকে জাকির হোসেনকে গ্রেফতার করে।

  গ্রেফতারের পর জাকিরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার আহলাদীপুর হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com