রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার রোজাব্বুন নেছা ওরফে খুকু মণি(৩৮) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য খুন করে লাশ গুম করে ফেলার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন তার বড় বোন জাহানারা বেগম ওরফে জলি(৪৬)।
ট্রাইব্যুনালের আদেশে গত ৯ই সেপ্টেম্বর মামলাটি এফআইআর হিসেবে রাজবাড়ী থানায় রেকর্ড করা হয়। রাজবাড়ী থানার মামলা নং-৭, তাং-০৯/০৯/২০২০ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক)/৩০।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত ১০ই সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার মারকাজ মসজিদ এলাকা থেকে ভিকটিম গৃহবধূ খুকু মণিকে উদ্ধার করা হয়। গতকাল ১১ই সেপ্টেম্বর বিকালে তাকে রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ্র নিকট হাজির করা হলে সে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দী প্রদান করে। এরপর তাকে নিজ জিম্মায় ছেড়ে দেয়া হয়।
জবানবন্দীতে ওই গৃহবধূ বলেছে, কেউ তাকে অপহরণ বা গুম করেনি। স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় সে স্বামীর বাড়ী ও বাবার বাড়ীর লোকজন থেকে আলাদা ছিল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com