‘ইয়ুথ ফর বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল ১১ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা চরের বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ ও ১ লিটার করে ভোজ্য তেল। এছাড়াও প্রতিটি পরিবারকে ১টি করে রান্না করা খাবারের প্যাকেট দেয়া হয়।
ত্রাণ বিতরণকালে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ পরিচালক সেলিম মুন্সি, ইয়ুথ ফর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সদস্য ফারুক, শিহানুর রহমান, শাহরিয়ার সাগর, কামরান হোসেন, সাকিব হাসান শাওন, জাকির হোসেন, ফাহিম রহমান, আবির হোসেন, সুজাত শেখ, আরিফুল ইসলাম, বায়েজিদ আহমেদ, নাসিম মাহমুদ ইভান, ইমদাদুল হক মিলন, ইয়াছিন আরাফাত, রিপন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com