পাংশায় আমেনা খাতুন হত্যা মামলায় অভিযুক্ত ৭ আসামীর যাবজ্জীবন জেল

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-০৭-১২ ১৬:৩২:০৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আমেনা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৭জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত।

  গতকাল ১২ই জুলাই দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

  যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলো- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, দেলোয়ার হোসেন, হযরত আলী, আশরাফ ও গুলাই। রায় ঘোষণাকালে রঞ্জু ও আশরাফ পলাতক ছিল।

  মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮শে সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে আমেনা খাতুনের মরদেহ পুলিশ উদ্ধার করে। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে জানায় পুলিশ। পরে ওই দিনই নিহতের বোন হাসি খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করে।

  এ ঘটনায় পুলিশ তদন্তের পর ৭জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করে।

  রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট সাইফুল ইসলাম জানান, ওই মামলায় আদালত দীর্ঘ শুনানী শেষে ৭জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com