রাজবাড়ীতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৯০০ জনে উন্নীত

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-১১ ১৪:৪৫:১৬

image

রাজবাড়ী জেলায় নতুন আরো ২২জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িায়েছে ২ হাজার ৯শত জনে।  
  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ১১ই সেপ্টেম্বর জেলার আরো ১১৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ২২জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৮ই সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন রাজবাড়ী সদর, ৬ জন পাংশা ও ৩ জন গোয়ালন্দ উপজেলার। 
  সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৪ জন মারা গেছেন এবং ২ হাজার ২২২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া ১৮ জন হাসপাতালে ভর্তি এবং ৬৩০ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
  উল্লেখ্য, গতকাল ১১ই সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মোখলেছুর রহমান(২৪), মমতাজ বেগম(৬০), আরিফ(২৫), বিথি(২০), আছিয়া খাতুন(২৮), মারুফ(১৫), ইসমাইল(৩৪), সেরাজুল(৪০), সাহিদুল হাসান(৪৮), জলিল(৪০), নিলুফা বেগম(৬৫), বিল্লাল(৪০), আব্দুর রহিম(৫২), শফিকুন নেছা(৬০), শিল্পী(২৭), চিত্ত রঞ্জন(৬৭), সাজাহান(৩৫), কাশেম সরদার(৪০), বালিয়াকান্দি উপজেলার রফিকুল ইসলাম(৫০), পাংশা উপজেলার ডাঃ তরুণ কুমার পাল(৪০), সবুজ(৩০), তারিকুল ইসলাম(৩২), হাসিনা বেগম(৫৫), শ্যাম সুন্দর গোস্বামী(৫৭), মানিক হোসেন(২৪), গোয়ালন্দ উপজেলার বিমলা, ছোটু বিবি(৮০), সিদ্দিক ব্যাপারী(৪০), জুলহাস শেখ(৪০), টিপু মোল্লা(২০), দেলোয়ার হোসেন(৪৩) এবং কালুখালী উপজেলার সেলিনা(৩২)। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com