গোয়ালন্দে জাতীয় পার্টির আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৭-১৪ ১৫:০৪:৩৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল ১৪ই জুলাই সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ মা আমেনা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রোকন উদ্দিন।

  অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলীর সঞ্চালনায় আলোচনা সভায় গোয়ালন্দ পৌর শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান বাবলু, জেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান, দৌলতদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক সাজাহান মৃধা, মোঃ মনির হোসেন, আঃ হালিম মিয়া, সাজাহান সেখসহ জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

  গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ দেশের মানুষের জন্য উপজেলা পদ্ধতিসহ বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকান্ড করে গেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com