গোয়ালন্দে গাঁজাসহ বয়স্ক মাদক ব্যবসায়ী সামচাঁদ গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৩-০৭-১৫ ১৪:৪৬:৫৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ছোটভাকলা পূর্ব অংশ গ্রামে নিজ বাড়ী থেকে গত ১৪ই জুলাই রাতে ৫০০ গ্রাম গাঁজাসহ সামচাঁদ মোল্লা (৬৫) নামে বয়স্ক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত বেলায়েত মোল্লার ছেলে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার  জানান, সামচাঁদ মোল্লা একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় পূর্বে আরো দুটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গত ১৪ই জুলাই দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ীর চৌচালা টিনের ঘরের উত্তর পাশের কক্ষ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সামচাঁদ মোল্লাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা করা হয়েছে। 

গতকাল ১৫ই জুলাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com