রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে রাতে বেলায় দাদীর সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় উধাও হওয়া ৫ বছরের শিশু ইয়ামিনের মরদেহ পাওয়া গেছে একটি পাট ক্ষেতে।
গতকাল ১৮ই জুলাই দুপুরে পাট ক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে গত ১৭ই জুলাই দিনগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় উধাও হয় ইয়ামিন।
ইয়ামিন ওই গ্রামের নাসির শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশু ইয়ামিনের দাদা মহিদ শেখ জানান, গত ১৭ই জুলাই সন্ধ্যায় ইয়ামিনকে নিয়ে ওর ফুপু বাড়ীতে বেড়াতে যাই। সেখানে রাতের খাবার শেষ করে বাড়ী ফিরে আসি। রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়ি। ইয়ামিন আমাদের কাছেই ঘরের বারান্দায় ছিলো। রাতে কে বা কারা তাকে তুলে নিয়ে যায়। রাত ৩টার দিকে ইয়ামিনের দাদী ওকে দেখতে না পেয়ে চিৎকার করে। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেন। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন।
স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে মসজিদের মাইকের ঘোষণা শুনে তাদের ঘুম ভেঙে যায়। গ্রামবাসী তখনই চারপাশ ঘিরে ফেলে। কিন্তু ইয়ামিনকে পাওয়া যায়নি। সকালে পাশের একটি পাট ক্ষেতে তার উলঙ্গ মরদেহ দেখতে পাওয়া যায়। পরে দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি দেখে এবং শুনে বোঝা যাচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com